সুবিধাবঞ্চিত শিশুদের পথ দেখাবে ডিআইএসএস
সুবিধাবঞ্চিত, অসহায় এবং অভিভাবকহীন শিশুরা বিনা খরচে পড়বে প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। এ লক্ষ্যে চার হাজার সুবিধাবঞ্চিত শিশু নিয়ে সাভারের আশুলিয়ার ড্যাফোডিল স্মার্ট সিটিতে গড়ে তোলা হয় ড্যাফোডিল ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সেস (ডিআইএসএস)। গত বুধবার প্রতিষ্ঠানটি পরিদর্শন করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। কথা বলেছেন ফেরদৌস, আহাদ, শামীম, খালেদদের মতো সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে। প্রতিমন্ত্রী বলেন, এই প্রতিষ্ঠান একদিন দেশের সুবিধাবঞ্চিত অসহায় শিশুদের বাতিঘর হিসেবে পথ দেখাবে। সমাজের বিত্তবানরা এমন প্রতিষ্ঠান গড়তে এগিয়ে এলে এ দেশে ভবিষ্যতে আর কোনো পথশিশু খুঁজে পাওয়া যাবে না।